খাগড়াছড়ির সহিংসতা নিয়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)। মার্মা কিশোরীকে গণধর্ষণ ও শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে বলপ্রয়োগে নিহত ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছে সংগঠনটি।বৃহস্পতিবার (০২ অক্টোবর) এইচআরএফবি’র এক প্রতিনিধিদল পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি হস্তান্তর করে।প্রতিনিধি দলে ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) নির্বাহী পরিচালক সারা হোসেন, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, নাগরিক উদ্যেগের প্রধান নির্বাহী জাকির হোসেন ও আইন ও সালিশ কেন্দ্রের উপদেষ্টা মাবরুক মোহাম্মদ।স্মারকলিপিতে বলা হয়, এ ধরনের ঘটনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং আদিবাসী জনগোষ্ঠীর জীবন, নিরাপত্তা ও সাংস্কৃতিক অধিকারকে গভীরভাবে হুমকির মুখে ফেলছে। এই পরিস্থিতি টেকসই শান্তি...