সিলেটের ঐতিহ্য ও আসাম প্যাটার্নের নান্দনিক স্থাপনাকে ধূলিসাৎ করে ৮৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ২৫০ শয্যা সিলেট জেলা হাসপাতাল। স্বাস্থ্য সংশ্লিষ্ট কারও কোনো মতামত না নিয়ে নির্মিত এই হাসপাতালটির দায়িত্ব নিতে চাননি কেউ। অনেকটা ‘বেওয়ারিশ’ লাশের মতো পড়ে ছিল স্থাপনাটি। অবশেষে হাসপাতালটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সব জটিলতা কাটিয়ে আগামী দু-একমাসের মধ্যে হাসপাতালের কার্যক্রম চালু হওয়ার কথা জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। বৃহস্পতিবার (২ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নির্মিতব্য ক্যানসার ইউনিটের কাঠামোগত উন্নয়ন পরিদর্শনে যান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম। এসময় তার সঙ্গে ছিলেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম। পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, ‘সব জটিলতা কাটিয়ে আগামী দু-একমাসের মধ্যে হাসপাতালের কার্যক্রম চালু হবে। এটি চালু হলে সিলেট এম এ জি ওসমানী...