নিবন্ধনের জন্য বিবেচিত হওয়ায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) আগামী ৭ অক্টোবরের মধ্যে একটি প্রতীক বেছে নিতে বলেছে নির্বাচন কমিশন। সাংবিধানিক সংস্থাটি আরও বলেছে, নির্বাচন পরিচালনা বিধিমালায় ‘শাপলা’ না থাকায় দলের কাঙ্ক্ষিত এ প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ নতুন দল নিবন্ধন নিয়ে ইসির সিদ্ধান্ত জানানোর পর ওইদিনই চিঠি দিয়েছেন এনসিপিকে। চিঠিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি নিবন্ধনের জন্য আবেদন করেছিল, যা প্রাথমিক পর্যালোচনায় গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে। দলটির আবেদনপত্রে পছন্দের প্রতীকের ক্রমানুযায়ী শাপলা, কলম ও মোবাইলের কথা উল্লেখ করা হয়েছিল। নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর বিধি ৯(১) অনুযায়ী প্রার্থীর অনুকূলে বরাদ্দের জন্য নির্ধারিত প্রতীকের তালিকায় ‘শাপলা’ অন্তর্ভুক্ত নেই। এমন অবস্থায় ইসির দেওয়া প্রতীকের তালিকা থেকে এখনও বরাদ্দ হয়নি—এমন একটি প্রতীক পছন্দ করে ৭ অক্টোবরের...