এশিয়া কাপের করমর্দন বিতর্ক এবার নারী ওয়ানডে বিশ্বকাপেও টেনে আনতে চায় ভারত। রোববার শ্রীলঙ্কার কলম্বোয় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে স্পষ্ট নির্দেশ আছে, হাত মেলানো যাবে না। এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের ক্রিকেটাররা। টসের পর, এমনকি খেলা শেষেও করমর্দন হয়নি। চ্যাম্পিয়ন হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের কাছ থেকে ট্রফিও নেননি সূর্যকুমার যাদবরা। সেই বিতর্ক এখনো চলছে। এবার একই কাজ করতে দেখা যাবে হারমানপ্রিত কউরদের। এক সূত্র বলেছে, ‘বিশ্বকাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটাররা হাত মেলাবেন না। বোর্ডের কর্তারা দলকে এই বার্তা দিয়েছেন। সেই কথা মেনে চলবেন ক্রিকেটাররা।’ তবে ‘বিবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে ধোঁয়াশা রেখে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া। তিনি বলেন, ‘আমি এখনই কিছু বলব না। তবে ওদের...