ভারতের মধ্যপ্রদেশে সরকারি চাকরি হারানোর ভয়ে নিজের চতুর্থ সন্তানকে জন্মের কয়েক ঘণ্টার মধ্যে জঙ্গলে ফেলে দেন এক দম্পতি। নবজাতকটিকে পাথরের নিচে চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করতে চাইলেও অলৌকিকভাবে সে বেঁচে গেছে।খবর এনডিটিভি। গত ২৩ সেপ্টেম্বর প্রদেশটির ছিন্দওয়াড়ায় জেলায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, অভিযুক্ত বাবা বাবলু দণ্ডোলিয়া সরকারি শিক্ষক এবং মা রাজকুমারী দণ্ডোলিয়া। তাদের ইতোমধ্যেই তিন সন্তান রয়েছে। সরকারি চাকরির নিয়ম অনুযায়ী দুইয়ের বেশি সন্তান থাকলে চাকরি হারানোর আশঙ্কায় তারা এই নবজাতককে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেন। সেদিন ভোরে রাজকুমারী দণ্ডোলিয়া ঘরে সন্তান প্রসব করেন। জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই শিশুটিকে জঙ্গলে নিয়ে গিয়ে একটি বড় পাথরের নিচে চাপা দিয়ে রেখে আসেন বাবা-মা। ভোরবেলায় হাঁটতে বের হওয়া গ্রামবাসীরা কান্নার শব্দ শুনে প্রথমে ভেবেছিলেন কোনো প্রাণীর ডাক। কিন্তু কাছে গিয়ে দেখেন, পাথরের নিচে ক্ষুদ্র...