দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের ১ম দিনে ব্যাট করতে নেমে ভারতীয় পেসারদের তোপে ১৬২ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে নেমে ভারতীয় পেসারদের আক্রমণের দিশেহারা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। দলীয় ১২ রানের মাথায় ১ম ও ২০ রানে ২য় উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত জাস্টিন গ্রিবসের ৩২ ও সাই হোপের ২৬ রানে ভর করে প্রথম ইনিংসে ৪৪.১ ওভারে ১৬২ রান করতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। ভারতের হয়ে পেসার মোহাম্মদ সিরাজ ৪ উইকেট ও বুমরাহ ৩ উইকেট সংগ্রহ করেন। জবাবে, ৩৮ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে দিন শেষ করেছে ভারত। দলের হয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন লোকেশ রাহুল। রাহুল ৫৩ ও গিল ১৮ রানে অপরাজিত...