শারজাহের সবুজ গ্যালারিতে আজ নতুন অধ্যায় শুরু। এশিয়া কাপে নাটকীয় জয়ের পর আবারও মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান। তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে ভাগ্য হাসল রশিদ খানের আফগানিস্তানের পক্ষে। তারা ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।অন্যদিকে জাকের আলীর নেতৃত্বে নতুন রূপে সাজানো বাংলাদেশ দল নামছে আত্মবিশ্বাস নিয়ে। এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়ে বিদায় ঘণ্টা বাজানোর পর এবার তাদের চোখ টি-টোয়েন্টি সিরিজ জয়ের দিকে। অন্যদিকে রশিদ খানের নেতৃত্বে আফগানরা চাইবে হার ভুলে শক্ত জবাব দিতে।যে একাদশ নিয়ে আফগানদের বিপক্ষে মাঠে নামতে পারে বাংলাদেশদুইদলেরএকাদশআফগানিস্তানেরএকাদশ: রহমতুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকুল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, দরবিশ রাসুলি, মোহাম্মদ নবী, আজমতুল্লাহ ওমরজাই, শরফুদ্দিন আশরাফ, রশিদ খান (অধিনায়ক), নূর আহমদ, মোহাম্মদ ইশাক, ফারিদ আহমদ মালিক।বাংলাদেশেরএকাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী (অধিনায়ক/উইকেটরক্ষক), নুরুল হাসান, শামীম হোসেন,...