০২ অক্টোবর ২০২৫, ০৮:০৩ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৮:০৩ পিএম বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাউবির ভিসি ড. ওবায়দুল ইসলাম বলেছেন, শারদীয় দুর্গোৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি বাংলার চিরায়ত সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল প্রতীক। তিনি আরও বলেন, বিএনপি সবসময় ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সকল সম্প্রদায়ের মানুষের সঙ্গে মিলেমিশে এই উৎসব উদযাপনে অংশ নিতে চাই। বুধবার (১ অক্টোবর) বিকেলে তিনি মোরেলগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। বাগেরহাট জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মো. জাকির হোসেন, ওয়াহিদুজ্জামান পল্টু, মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান রুবেল,...