সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা আরোহী মা-মেয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার পৌরসভার মৌলভীপাড়া এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- উপজেলার মৌলভীপাড়ার বদিউল আলমের স্ত্রী মাকসুদা বেগম (৫০) ও তার মেয়ে সানজিদা আক্তার চুমকি (২৪)। স্থানীয় ও রেল পুলিশ সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে একটি অটোরিকশা নিয়ে উপজেলার মৌলভীপাড়া রেলক্রসিং অতিক্রম করার সময় ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন এসে অটোরিকশাটি ধাক্কা দেয়। এতে রিকশাটি ১০০ থেকে ১৫০ দূরে ছিটকে পড়ে। এ ঘটনায় মাকসুদা ও তার মেয়ে চুমকি গুরুতর আহত হন। স্থানীয় ও স্বজনরা দ্রুত তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়। সীতাকুণ্ড রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) আশরাফ সিদ্দিকী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত...