বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য আহছানউল্লাহ ভূঁইয়া বলেছেন, ছাত্র-শ্রমিক ও জনতার রক্ত এবং আন্দোলনের ফসল জুলাই সনদকে পাশ কাটিয়ে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। বৃহস্পতিবার (২ অক্টোবর) চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আহছানউল্লাহ এ কথা বলেন। জামায়াত নেতা বলেন, জনগণের ভোটের সঠিক প্রতিফলন ঘটাতে হলে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি ছাড়া বিকল্প নেই। একতরফা সংখ্যাগরিষ্ঠতার সুযোগ এবার চলবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার দৃশ্যমান বিচার না হলে জাতি শান্তি পাবে না বলেও মন্তব্য করেন তিনি। জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির...