রাশিয়ার ভবিষ্যৎ হামলা প্রতিরোধে যৌথ প্রতিরক্ষা গড়ার পথে হাঁটছে ইউরোপ। ইইউ নেতারা ড্রোন আক্রমণ ও আকাশ পথের অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন ওয়াল তৈরির পরিকল্পনা সামনে এনেছেন। রোমানিয়া এরই মধ্যে প্রতিরক্ষা ড্রোন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। বৈঠকে ইউক্রেনকে দীর্ঘমেয়াদি সহায়তা ও রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহার নিয়েও আলোচনা হয়েছে। এদিকে ইউক্রেনজুড়ে হামলা জোরদার করেছে রাশিয়া। নতুন গ্রাম দখলের দাবি করেছে রুশ সেনারা। খবর আরটির।বৃহস্পতিবার কোপেনহেগেনে ইউরোপীয় ইউনিয়নের নেতারা বৈঠক করেন। সেখানে রাশিয়ার ভবিষ্যৎ হামলা ঠেকাতে ২০৩০ সালের মধ্যে যৌথ প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলার প্রস্তাব তোলা হয়। বৈঠকে অংশ নেন ইইউর ২৭ দেশের নেতারা। আলোচনায় উঠে আসে রাশিয়ার ড্রোন হামলা ও আকাশসীমা অনুপ্রবেশ, ইউক্রেনকে দীর্ঘমেয়াদি সহায়তা এবং স্থগিত রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা। ভিডিও লিঙ্কে ভাষণ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা...