ঢাকের শব্দ আর উলু ধ্বনির ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রাম নগরের পতেঙ্গা সৈকতে প্রতিমা বিসর্জন দিয়ে ইতি টানলো সনাতনীদেত সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জন শুরু হয়। আজ বৃহস্পতিবার বৈরী আবহাওয়ার মাঝে বেলা ২টা থেকে প্রতিমা বিসর্জন শুরু হয়। এসয়ম সৈকত পাড়ে পুজারীদের ডল সামলাতে কিছুটা বেগ পেতে হয় আইনশৃংখলা বাহিনীর সদস্যদের। এদিকে সকাল থেকে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রতিমা বিসর্জনের জন্য ট্রাকবাহী প্রতিমা নিয়ে ঢাকঢোল বাজিয়ে ভক্তরা জড়ো হতে শুরু করেন পতেঙ্গা সৈকতে। বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান মিলনমেলায় পরিণত হয়। সনাতনী পঞ্জিকা মতে, এ বছর দেবী দুর্গা মর্ত্যে এসেছেন গজে (হাতি) চড়ে। কৈলাসে ফিরে যাচ্ছেন দোলায় ছড়ে। দেবী দূর্গার আগমনটা শুভ ইঙ্গিত পূর্ণ হলেও...