আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপনে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় পুলিশ ও প্রশাসনের সহায়তা নেওয়ার জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ ইতোমধ্যে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে এই নির্দেশনাটি পাঠিয়েছেন। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি বিবেচনায় সবসময় সতর্কতার সঙ্গে কাজ করতে হয়। কেননা, অতীতে এই অঞ্চলে ভোটগ্রহণ শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গোলা বর্ষণে নির্বাচন কর্মকর্তাসহ সাতজন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল। তাই স্থানীয় পুলিশ এবং প্রশাসনের সহায়তা নিয়ে কাজ করা হয়। ইতোমধ্যে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। বর্তমানে দাবি-আপত্তি নিষ্পত্তির কাজ চলছে। দাবি-আপত্তি নিষ্পত্তির এই কাজ চলবে ১২ অক্টোবর পর্যন্ত। আর চূড়ান্ত ভোটকেন্দ্র প্রকাশ করা হবে আগামী ২০ অক্টোবর। গত ১০ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ...