প্রিয় শিল্পীকে হারিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। তিনি অকপটে স্বীকার করেছেন, এই গানটিই তাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি এনে দিয়েছে।অনন্ত জলিল বলেন, ‘দেশের ভার্সিটিগুলোতে ‘ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট’ গানটা জনপ্রিয়। শিক্ষার্থীরা বিভিন্ন অনুষ্ঠানে গায়, এর সঙ্গে নাচ করে। দেশের সব কলেজের ছেলেমেয়েদের কাছে এই গান মানে এক উন্মাদনার নাম।’প্রিয় শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি আরও বলেন, ‘‘সবাই জানে অনন্ত জলিলের গান ‘ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট’, এই গানের গায়ক জুবিন গার্গ মারা গেছেন। আমি ব্যথিত। আমি ঠিক ভুল পারছি না।”চিত্রনায়ক জানান, যে দেশেই গেছেন সেখানকার তরুণদের মুখে মুখে তিনি এই গান শুনেছেন। অনেকেই তাকে সেই গানের সঙ্গে নাচতেও বলেছেন। অনন্ত জলিলের ভাষ্যে, ‘জুবিন গার্গের গাওয়া এই গান আমাকে ফেমাস করেছে।’অভিনেতার স্মৃতিচারণেই স্পষ্ট, ‘ঢাকার পোলা...