চট্টগ্রাম:বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) হ্যান্ডওভার এলাকায় আমদানি করা যন্ত্রাংশের একটি কনটেইনারে আগুন লাগলে দ্রুত নেভাতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ। বুধবার (১ অক্টোবর) দিনগত রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বন্দর সচিব মো. ওমর ফারুক বাংলানিউজকে জানান, গত ১৯ সেপ্টেম্বর এম ইয়োকোহামা জাহাজে সিঙ্গাপুর থেকে কনটেইনারটি বন্দরে আসে। ২৪ সেপ্টেম্বর কনটেইনারটি বন্দর চত্বরে রাখা হয়।বুধবার রাত ৮টার দিকে কনটেইনারটি থেকে ধোঁয়া বের হতে দেখে বন্দরের ফায়ার সার্ভিসসহ নিরাপত্তাকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান, ৪০ ফুট লম্বা কনটেইনারটিতে মোবাইল ফোন, মোটরসাইকেল ও কম্পিউটারের সরঞ্জাম ছিল। মোবাইল ফোনের ব্যাটারিও ছিল। ওভার হিট বা ঘর্ষণজনিত কারণে উত্তপ্ত হয়ে আগুনের সূত্রপাত হয়েছে ধারণা সংশ্লিষ্টদের। কাস্টম...