সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়া নৌবহর সুমুদ ফ্লোটিলা থেকে আটককৃত অধিকারকর্মীদের সর্বোচ্চ নিরাপত্তার কারাগারে রাখা হতে পারে। প্যারিসের সায়েন্সেস পো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ইসরায়েলি নাগরিক ওমের শ্যাটজ আল-জাজিরা অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। শ্যাটজ জানান, ৫০০ অধিকার কর্মীকে দক্ষিণ ইসরায়েলের কেটজিওট কারাগারে রাখা হতে পারে। কেটজিওট একটি উচ্চ-নিরাপত্তা কেন্দ্র যেখানে সাধারণত ‘অভিবাসন’ বন্দীদের রাখা হয় না। তিনি জানান, শত শত লোককে নিয়ন্ত্রণ করা ইসরায়েলের জন্য লজিস্টিকভাবে কঠিন হবে বলে কর্মীদের সেখানে রাখা হতে পারে। ইসরায়েলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা...