পূজার ছুটিতে ফাঁকা রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস। বন্ধ রয়েছে ডাইনিং-ক্যান্টিনসহ ক্যাম্পাসের হোটেলগুলোও। ফলে খাদ্য সংকটে পড়েছে ক্যাম্পাসের পশুপাখিগুলো। এমন পরিস্থিতিতে ক্ষুধার্ত এসব প্রাণীর পাশে দাঁড়িয়েছেন রাকসু নির্বাচনে অংশ নেওয়া ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের প্রার্থীরা। গত চার দিন ক্যাম্পাসের কুকুর-বিড়ালসহ বিভিন্ন প্রাণীকে রান্না করা খাবার দিচ্ছেন তারা। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১২টা থেকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ক্ষুধার্ত কুকুর-বিড়ালগুলোকে খাবার খাওয়াতে দেখা যায় ছাত্রদল মনোনীত এই প্যানেলটির প্রার্থীদের। প্যানেলটির প্রার্থীরা জানান, গত চার দিন ধরে তারা ক্যাম্পাসের ক্ষুধার্ত পশুপাখিদের জন্য রান্না করা খাবার সরবরাহ করছেন। খাবারের মধ্যে রয়েছে ভাত, খিচুড়ি, মাংস, বিস্কুটসহ পুষ্টিকর খাবার। ক্যাম্পাস না খোলা পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে। পাশাপাশি, তারা অসুস্থ ও আহত প্রাণীদের জন্য ওষুধ ও চিকিৎসার ব্যবস্থাও করছেন। বিশ্ববিদ্যালয় জিমনেসিয়ামের সামনে কুকুর-বিড়ালকে খাবার খাওয়াতে দেখা যায়...