নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সিটি ব্যাংক বড় অংকের বৈদেশিক ঋণ সহায়তা পাচ্ছে। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) যৌথভাবে ব্যাংকটিকে ৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ঋণ দেবে। এর মধ্যে এআইআইবি দেবে ৫ কোটি ডলার এবং এনডিবি দেবে আড়াই কোটি ডলার। ঋণের এই তহবিল দেশের বেসরকারি খাতের বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানি, ই-মোবিলিটি এবং ডিজিটাল উদ্ভাবনমূলক কার্যক্রমে ব্যয় করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, এই অর্থায়ন দেশের অবকাঠামো উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বড় অবদান রাখবে। বৃহস্পতিবার (০২ অক্টোবর) সিটি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটি দুই আন্তর্জাতিক উন্নয়ন ব্যাংকের সঙ্গে আনুষ্ঠানিক ঋণ চুক্তি করেছে। চুক্তিতে সই করেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, এআইআইবির ডিরেক্টর জেনারেল গ্রেগরি লিউ এবং...