ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার ভোরে সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের উজানগ্রামে বিভিন্ন বাড়িতে এ হামলা চালানো হয়। স্থানীয়দের অভিযোগ, প্রতিপক্ষ আওয়ামী লীগের নেতা বদরুল আলম আন্টু, আক্কাচ আলী, হাসমতসহ প্রায় শতাধিক লোক ঝাউদিয়া ইউনিয়ন থেকে ভাড়া করে এনে এ হামলা চালায়। দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তারা অন্তত অর্ধশত বাড়িতে হামলা চালায়, মালামাল ভাঙচুর করে এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী...