গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌকা থেকে বেশ কয়েকজন অংশগ্রহণকারীদের আটক করেছে ইসরায়েলি কমান্ডোরা। এরই মধ্যে তাদেরকে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে- আটকৃতদের কপালে কী ঘটতে যাচ্ছে? তাদেরকে কি আদৌ নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে নাকি কারাবন্দি করা হবে? নিচে ৪০টিরও বেশি বেসামরিক নৌকা নিয়ে গঠিত ফ্লোটিলায় থাকা সংসদ সদস্য, আইনজীবী ও কর্মীসহ প্রায় ৫০০ জনের জন্য সম্ভাব্য আইনি প্রক্রিয়া তুলে ধরা হলো: ইসরায়েলভিত্তিক মানবাধিকার সংস্থা ও আইনি কেন্দ্র আদালার আইনি পরিচালক সুহাদ বিশারা জানান, আটক হওয়া ব্যক্তিদের দক্ষিণ ইসরায়েলের আশদোদ বন্দরে আনা হতে পারে। তিনি বলেন, আটকদের পরিচয় নিশ্চিত করার পর তাদের অভিবাসন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে ও বহিষ্কারের প্রক্রিয়া শুরু হবে। এরপর তাদের হেফাজতে নেওয়া হবে, সম্ভবত দক্ষিণ ইসরায়েলের কেতসিওত কারাগারে। প্যারিসের সায়েন্সেস পো...