বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সমাজের সব শ্রেণিপেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এম কফিল উদ্দিন আহমেদ।বৃহস্পতিবার (০২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর দক্ষিণখান মুন্সি মার্কেট পূর্ব আজমপুরে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।কফিল উদ্দিন আহমেদ বলেন, বিএনপির অনেক নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন দল করবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর ও শান্তির বাংলাদেশ গড়ে তোলা হবে।তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার নির্বাচন ব্যবস্থাকে অকার্যকর করে দিয়েছিল। তাই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।৩১ দফা বাস্তবায়নে দৌলতপুরে গণসংযোগে শরিফ উদ্দিন জুয়েলকফিল উদ্দিন আহমেদ উল্লেখ করেন, তারেক রহমান আগামীর বাংলাদেশ গঠনে ৩১ দফা ঘোষণা দিয়েছেন। এই দফাগুলো বাস্তবায়নের...