উত্থান-পতন, হিট-ফ্লপ, দেশে-বিদেশে বিশাল ভক্তকূল- কী পাননি তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারে। এই তো কয়েকদিন আগেই জাতীয় পুরস্কারও পেলেন। এতকিছু যার অর্জন, সেই ‘বলিউড বাদশা’ শাহরুখ খানের নাম এবার উঠল সবচেয়ে ধনী তারকাদের তালিকায়। হিন্দুস্তান টাইমস বলছে, সম্প্রতি প্রকাশিত হুরুন ইন্ডিয়ার ধনী তালিকা ২০২৫ এর তথ্য বলছে ৩৩ বছর ধরে বলিউড দাপিয়ে আসা শাহরুখ এখন বলিউডের সবচেয়ে ধনী অভিনেতা। শুধু তাই নয়, তার নাম বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকায়ও স্থান পেয়েছে। এই দফায় ‘কিং খান’ পেছনে ফেলেছেন টেইলর সুইফট, আরনল্ড শোয়ার্জনেগার, সেলেনা গোমেজের মত তারকাদের। আর ভারতীয় তারকাদের মধ্যে শাহরুখ খানের পরই রয়েছেন অভিনেত্রী জুহি চাওলা এবং পরিবার। তাদের রয়েছে ৭,৭৯০ কোটি রুপি সম্পদ। এছাড়া অভিনেতা হৃতিক রোশন ২,১৬০ কোটি, নির্মাতা করণ জোহর ১,৮৮০ কোটি এবং বলিউড কিংবদন্তী অমিতাভ বচ্চনের...