গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে শুরু হয়েছিল আন্তর্জাতিক উদ্যোগ ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’। একাধিক দেশ থেকে আগত মানবাধিকার কর্মী, ত্রাণকর্মী ও স্বেচ্ছাসেবীরা সমুদ্রপথে একত্র হয়ে অবরুদ্ধ ফিলিস্তিনিদের জন্য খাদ্য, ওষুধ ও জরুরি সরঞ্জাম নিয়ে যাত্রা শুরু করেছিলেন। তবে এক মাসব্যাপী এই অভিযাত্রা শেষ পর্যন্ত ইসরায়েলি বাধা, আটক অভিযান এবং নিরাপত্তা ঝুঁকির কারণে থেমে গেছে। গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের নৌ অবরোধ ভাঙা এবং গাজার ক্ষুধার্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে প্রায় ৪৫টি জাহাজে করে গাজার দিকে রওনা দিয়েছিলেন ৫০০ অধিকারকর্মী। তবে তাদের গাজায় যেতে দেয়নি ইসরায়েল। ফ্লোটিলার বেশিরভাগ নৌযান ইসরায়েলি দখলদার বাহিনী দ্বারা আটকে দেওয়া হয়। যাত্রীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ধারণা করা হচ্ছে তারা সবাই বর্তমানে আটক অবস্থায় রয়েছেন। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজা অভিমুখী...