বিশ্ব সামরিক প্রযুক্তির মানচিত্রে এক অভূতপূর্ব পরিবর্তনের নাম শাহেদ-১৩৬। একসময় উপহাসের পাত্র হিসেবে খ্যাত এই ইরানি ড্রোন আজ বৈশ্বিক সামরিক শক্তিগুলোর প্রতিলিপি তৈরির প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু।ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে লিখেছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও ফ্রান্সের মতো দেশগুলো এখন সক্রিয়ভাবে শাহেদ অনুকরণে ব্যস্ত। দীর্ঘ এক দশক ধরে পশ্চিমা সামরিক বিশেষজ্ঞ ও গণমাধ্যম ইরানের প্রতিরক্ষা উদ্ভাবনকে অবজ্ঞা করেছে। নতুন অস্ত্র প্রদর্শিত হলে তাকে বলা হয়েছে প্রোপাগান্ডা বা ‘ফটোশপের খেলা’। ২০১২ সালে ‘দ্য আটলান্টিক’ ইরানের ভিটিওএল ড্রোনকে বিদ্রূপ করেছিল। আর ‘দ্য রেজিস্টার’ অভিযোগ তুলেছিল জাপানের এক বিশ্ববিদ্যালয়ের ছবি ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার। কারার (Karrar) ও কাহের-৩১৩ (Qaher-313) ড্রোনের ক্ষেত্রেও একই তাচ্ছিল্য দেখা গিয়েছিল। কিন্তু শাহেদ-১৩৬ প্রমাণ করেছে, তেহরানের প্রতিরক্ষা খাতে স্বনির্ভর প্রচেষ্টা কেবল প্রতীকী নয়, কার্যকর ও কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ। আজ পশ্চিমা সামরিক...