ক্রিকেটের বিশ্বকাপ ইতিহাসে পিতা-পুত্রের একসাথে বা আলাদা প্রজন্মে খেলার অনেক উদাহরণ আছে। কিন্তু মা-মেয়ে জুটি? এমন নজির এই প্রথম দেখা গেলো ২০২৫ নারী বিশ্বকাপে। ১৯৮৮ সালের নারী বিশ্বকাপে আয়ারল্যান্ডের হয়ে খেলেছিলেন অ্যান-মেরি গার্থ (বিবাহের আগে ম্যাকডোনাল্ড)। দলে ছিলেন মিডিয়াম পেসার হিসেবে, যদিও বড় কোনো সাফল্য পাননি। কিন্তু তার সেই স্বপ্ন পূর্ণতা পেল এক প্রজন্ম পরে, মেয়ে কিম গার্থের মাধ্যমে। প্রথমে আয়ারল্যান্ডের হয়ে ৮৫টি ম্যাচ খেলেছিলেন কিম। পরবর্তীতে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব গ্রহণ করে শক্তিশালী অজি দলে জায়গা করে নেন তিনি। চলমান ২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে মাঠে নেমে মায়ের পদাঙ্ক অনুসরণ করলেন...