বিজয়া দশমীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হাতে লেখা চিঠি ও গোলাপ ফুল বিতরণ করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে এ উদ্যোগ নেওয়া হয়। বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাবির জগন্নাথ হলে ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শনকালে এ চিঠি ও গোলাপ বিতরণ করেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলের সাবেক সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক। তারিক মণ্ডপ পরিদর্শনকালে জগন্নাথ হলের প্রভোস্ট, আবাসিক শিক্ষক, হল সংসদের নির্বাচিত প্রতিনিধিসহ উপস্থিত সব সনাতন ধর্মাবলম্বীর মধ্যে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। শুভেচ্ছা বার্তায় লেখা রয়েছে- ‘শারদীয় দুর্গোৎসব আমাদের সংস্কৃতির যৌথ আনন্দের উৎস। ধর্মের ভিন্নতা থাকলেও হৃদয়ের বন্ধনে আমরা এক। আসুন মুসলিম-হিন্দু মিলেই তৈরি করি সম্প্রীতির সেই রঙিন দেশ। সবার আগে বাংলাদেশ।’...