ঢাকাকে সলিডারিটি (সংহতি) হাব বানাতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন ডাকসুর জিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এস এম ফরহাদ। তিনি বলেন, আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো এই ঢাকাকে আমাদের অবশ্যই সলিডারিটি হাব বানাতে হবে। যেখানেই কোনো জুলুম থাকুক না কেন, যেখানে কোনো টর্চারের ঘটনা ঘটুক না কেন, এই ঢাকা যেন আমাদের সলিডারিটি হাব হয়। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে শাহবাগে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ ও গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সঙ্গে সংহতি জানাতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে সায়েন্সল্যাব মোড় থেকে মিছিলটি শুরু হয়। পরে শাহবাগে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ফরহাদ বলেন, ফ্লোটিলার অভিযাত্রীদের সাহসিকতাকে আমরা স্বাগত জানাই। তবে শুধু সহযোগিতা পাঠিয়ে, কিছু কালচারাল অ্যাক্টিভিস্ট গেলেই ফিলিস্তিনবাসীর পার্মানেন্ট সলিউশন হবে না। এর আগে বহু ত্রাণ...