স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। এই সেবাকে জনগণের দৌঁড়গোড়ায় পৌঁছে দিতে সরকার ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র প্রতিষ্ঠা করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের একমাত্র ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ইউনিয়নবাসী মারাত্মক ভোগান্তিতে পড়েছে। এ ইউনিয়নের নয়টি ওয়ার্ডে বসবাস করেন প্রায় ৪০ হাজার মানুষ। গ্রামীণ ও প্রান্তিক মানুষের চিকিৎসার প্রধান ভরসা ছিল এই স্বাস্থ্য কেন্দ্রটি। ইউনিয়নের ভীমপুর বাজার সংলগ্ন স্থাপনাটিই একসময় মা ও শিশু স্বাস্থ্যসেবা, টিকাদান কর্মসূচি, পরিবার পরিকল্পনা পরামর্শ এবং প্রাথমিক চিকিৎসার কেন্দ্রস্থল ছিল। কিন্তু ভবনের ছাদ থেকে পলেস্তার খসে পড়া, দেয়ালে ফাটল সৃষ্টি এবং সামগ্রিক ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে প্রায় দুই বছর আগে এটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপরও সীমিত আকারে একজন চিকিৎসক বসে কেবল প্রেসক্রিপশন দিতেন। তবে...