০২ অক্টোবর ২০২৫, ০৭:৫৩ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৭:৫৩ পিএম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত আবহাওয়া পূর্বাভাসের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাসের ক্ষেত্রে এক অত্যাধুনিক সুবিধা পাচ্ছে নিম্ন ও মধ্যম আয়ের দেশের সরকারগুলো। প্রথম এই ধরনের আবহাওয়া পূর্বাভাসের প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। আমিরাতের প্রেসিডেন্ট কোর্টের আন্তর্জাতিক বিষয়ক দপ্তরের অনুদানে এই অগ্রগামী উদ্যোগটি সম্প্রতি শুরু করেছে মোহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এমবিজেডইউএআই)। এটি কৃষি উদ্ভাবন মেকানিজম ফর স্কেল এবং ইউনিভার্সিটি অফ শিকাগোর সহযোগিতায় পরিচালিত হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জাতীয় আবহাওয়া ও জলবিদ্যা পরিষেবা (এনএমএইচএস) এবং কৃষি মন্ত্রণালয়ের কর্মীদের এমন এআই (এআই) আবহাওয়ার পূর্বাভাস মডেল ব্যবহার করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা কৃষকদের প্রয়োজন অনুসারে তৈরি করা হয়েছে। একদল গবেষক নিশ্চিত...