ময়মনসিংহের ভালুকায় অপহরণ ও ধর্ষণের শিকার অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) দীর্ঘ সাড়ে তিন মাস পর উদ্ধার করেছে র্যাব-১৪। বুধবার (১ অক্টোবর) রাতে নরসিংদীর মনোহরদী উপজেলা সদর থেকে বিশেষ অভিযানে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় প্রধান আসামি বাবন চন্দ্র দাসকে (২০) গ্রেফতার করা হয়।মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ জুন ভালুকা ন্যাশনাল আইডিয়াল স্কুলের সামনে থেকে বাবন চন্দ্র দাসসহ তার সহযোগীরা অস্ত্রের মুখে একটি কালো প্রাইভেটকারে করে ওই ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে গোপন আস্তানায় আটকে রেখে একাধিকবার তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ভিকটিমের মা।পরে ভিকটিমকে বিভিন্ন এলাকায় অবস্থান করান বাবন চন্দ্র দাস। এমনকি গত ১৬ জুলাই নোটারি পাবলিকের মাধ্যমে ছাত্রীকে হিন্দু ধর্মে রূপান্তরিত করে বিয়ে করেন তিনি। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে...