যে কোনো বিপ্লব, সামাজিক আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে অগণিত গ্রন্থ রচিত হয়। আমরা রুশ বিপ্লব, ফরাসি বিপ্লব, ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন, সিপাহী বিপ্লব, দেশভাগ, নকশাল আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে অসংখ্য গ্রন্থ পড়েছি। বাস্তবতা থেকেই রচিত হয়েছে এমন হাজারো উপন্যাস ও গল্প। চব্বিশের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। দীর্ঘদিনের দুঃশাসনের কবল থেকে মুক্তি পেয়েছিল এদেশের সাধারণ মানুষ। বাংলাদেশে ২০২৪ সালের জুলাই মাসের শুরু থেকে যা ঘটেছে, সে বিষয়ে সবাই অবগত। ছাত্র-জনতা লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে শামিল হয়েছিল। রচিত হয়েছে কবিতা, গান, র্যাপ, পোস্টার, কার্টুন আর গ্রাফিতি। জুলাই অভ্যুত্থানের সময় আমরা স্লোগানের ভাষায় নতুনত্বের প্রকাশ দেখি। যা সেই সময়ে আন্দোলনে শামিল সবাইকে উদ্দীপ্ত করেছে, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে। জুলাই অভ্যুত্থানের সময়কার বাস্তবতা...