গাজামুখী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৪টি নৌযানের প্রায় সবকয়টি ইসরাইল আটক করেছে বা তাদের আটক করা হয়েছে বলে ধরে নেয়া হচ্ছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) ফ্লোটিলা ট্র্যাকারের সূত্রে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। যে চারটি নৌযান এখনো গাজার দিকে এগিয়ে চলেছে বলে ধারণা করা হচ্ছে তার মধ্যে রয়েছে সামারটাইম-জং ও শিরিন। এই দুইটি নৌযানে আইনি সহায়তার জন্য আইনজীবীদের রাখা হয়েছিল। ফিলিস্তিনের পানিসীমায় প্রবেশকারী প্রথম নৌকা মিকেনো এবং ম্যারিনেট এখনো যাত্রা করছে। এর আগে, বুধবার গভীর রাতে গাজামুখী মানবিক ত্রাণ নিয়ে যাত্রা করা নৌবহর সুমুদ ফ্লোটিলার ১৩টি নৌযান আটকে দিয়েছে ইসরাইলি নৌবাহিনী। এ সময় সুইডিশ মানবাধিকারকর্মী গ্রেটা...