‘এই ৫ দফা দাবিতে একটি দল ব্যতীত দেশের প্রায় সবকটি রাজনৈতিক দলও একমত।’ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জুলাই বিপ্লবের এক বছরের বেশি সময় অতিবাহিত হলেও এখনো জুলাই সনদের স্বীকৃতি ও আইনগত ভিত্তি দিতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা। সরকারের এই ব্যর্থতায় জুলাই যোদ্ধাদের পাশাপাশি পুরো জাতি চরম ব্যথিত। তিনি জনগণের প্রত্যাশিত নতুন বাংলাদেশ গড়তে অবিলম্বে জামায়াতের ৫ দফা দাবি পূরণ করে ফেব্রুয়ারিতেই নির্বাচনের দেয়ার আহবান জানান। বৃহস্পতিবার (০২ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাহানপুর পূর্ব থানার রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, সরকার যদি জনগণের প্রত্যাশিত ৫ দফা দাবি উপেক্ষা করে তবে জামায়াতে ইসলামী...