অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টের (এসিএল) চোট থেকে সেরে উঠতে শল্যবিদের ছুরিকাঁচির নিচে যেতে হয়েছে জোভান্নি লেহোনির। অস্ত্রোপচার করানোর কথা নিজেই জানিয়েছেন লিভারপুলের তরুণ ইতালিয়ান ডিফেন্ডার। হাসপাতালের বেডে শুয়ে ‘থাম্বস আপ’ দেখানো একটি ছবি বুধবার সামাজিক যোগাযোগের মাধ্যমে ইনস্টাগ্রামে পোস্ট করেন ১৮ বছর বয়সী লেহোনি। সেখানে তিনি লেখেন, “অস্ত্রোপচার হয়ে গেছে। বার্তা পাঠানোর জন্য সবাইকে ধন্যবাদ। শিগগিরই মাঠে ফিরব।” পার্মা থেকে এবারের গ্রীষ্মে লিভারপুলে যোগ দিয়েই ভয়াবহ এই চোটে পড়েন লেহোনি। গত ২৩ সেপ্টেম্বর লিগ কাপে সাউথ্যাম্পটনের বিপক্ষে ম্যাচ দিয়ে অ্যানফিল্ডের ক্লাবটির জার্সিতে অভিষেক হয় তার। ২-১ গোলে জয়ের ওই ম্যাচেই ৮১তম মিনিটে প্রতিপক্ষের একজনকে চ্যালেঞ্জ জানাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাজেভাবে পড়ে যান তিনি। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। পরে লিভারপুল কোচ আর্না স্লট জানান, বাঁ হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে...