যুক্তরাজ্যের ম্যানচেস্টারে এক সিনাগগে ছুরি হামলা ও গাড়ি চাপার ঘটনায় চারজন আহত হয়েছেন। পুলিশ এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে। হামলাকারী সন্দেহে এক ব্যক্তিকে গুলি করেছে সশস্ত্র পুলিশ। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে ক্রাম্পসল এলাকার হিটন পার্ক হিব্রু কংগ্রেগেশন সিনাগগে এ হামলার ঘটনা ঘটে। প্রথমে একটি গাড়ি জনতার ওপর উঠিয়ে দেওয়া হয়, এরপর এক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়। পুলিশের তথ্যমতে, সকাল ৯টা ৩৮ মিনিটে অভিযানে গুলি চালানো হয়। ‘একজনকে গুলি করা হয়েছে, তিনি হামলাকারী বলে বিশ্বাস করা হচ্ছে,’ জানিয়েছে পুলিশ। তিন মিনিট পর ঘটনাস্থলে পৌঁছে যায় অ্যাম্বুলেন্স কর্মীরা। তারা গাড়ি চাপা ও ছুরিকাঘাতে আহত চারজনকে চিকিৎসা দেন। হামলার সময় ইহুদি সম্প্রদায়ের পবিত্রতম দিন ইয়োম কিপ্পুর পালিত হচ্ছিল। সাধারণত এই দিনে সিনাগগগুলো ভিড় বেশি থাকে।...