দেশে ব্যবসাপ্রতিষ্ঠান নিবন্ধনে ঘটেছে রেকর্ড প্রবৃদ্ধি। ২০২৫ সালের আগস্ট পর্যন্ত নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে, যেখানে এক দশক আগেও এই সংখ্যা ছিল দেড় লাখের কম। এই প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। দেশে নিবন্ধিত প্রতিষ্ঠানের ৭০ শতাংশের বেশি প্রাইভেট লিমিটেড কোম্পানি। বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে হলে যেসব সরকারি দপ্তরের দ্বারস্থ হতে হয়, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি)। দেশি-বিদেশি কোম্পানি, ফার্ম, ট্রেড অর্গানাইজেশন, সোসাইটি এবং এক ব্যক্তিক কোম্পানির নিবন্ধনের একমাত্র কর্তৃপক্ষ এই সংস্থাটি। আরজেএসসির তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্ট পর্যন্ত দেশে নিবন্ধিত বিভিন্ন ধরনের সংস্থা ও প্রতিষ্ঠান আছে ৩ লাখ ৫ হাজার ৫১৬টি। এর মধ্যে পাবলিক লিমিটেড কোম্পানি ৩ হাজার ৭৭৭টি, প্রাইভেট লিমিটেড কোম্পানি ২ লাখ ২১ হাজার ২৭৫টি, বিদেশি কোম্পানির (লিয়াজোঁ...