আকবর হোসেন গত শতকের পঞ্চাশ-সত্তরের দশকের জনপ্রিয় ঔপন্যাসিক হিসেবে খ্যাতিমান ছিলেন। কিন্তু তিনি যে বহুমাত্রিক লেখক ছিলেন, তা অনাবিষ্কৃত থেকে গেছে। উপন্যাসের পাশাপাশি তিনি ছোটগল্প, কবিতা, গান, প্রবন্ধ ও নাটক লিখতেন। পত্রিকা সম্পাদনা করতেন। অভিনয় করতেন। আকবর হোসেন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া গ্রামে ১লা অক্টোবর ১৯১৭ সালে জন্মগ্রহণ করেন। সাহিত্য-সংস্কৃতি-ইতিহাস-ঐতিহ্যে কুমারখালী বিশেষ এক মর্যাদার অধিকারী। রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ হয়ে-ওঠার পেছনে কুমারখালীর শিলাইদহ ও এ অঞ্চলের মানুষ-মাটি-নদীর ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বাউলসম্রাট লালন শাহ্, উনিশ শতকের শ্রেষ্ঠ মুসলিম কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেন, চারণকবি-প্রাবন্ধিক-সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদার, নাট্যকার অক্ষয়কুমার মৈত্রেয়, বাউল কবি গগন হরকরা- যাঁর ‘কোথায় পাব তারে/আমার মনের মানুষ যে রে’ গানের অনুপ্রেরণায় রবীন্দ্রনাথ ‘আমার সোনার বাংলা’ রচনা করেছেন, সুসাহিত্যিক ললিতকুমার চট্টোপাধ্যায়, সাহিত্যিক, শিক্ষাবিদ, ড. কাজী মোতাহার হোসেন, কবি শরৎশশী দেবী, কবি-শিশুসাহিত্যিক...