০২ অক্টোবর ২০২৫, ০৭:০৯ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৭:০৯ পিএম ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ক্ষুধার্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে প্রায় ৪৫টি জাহাজে করে গাজার দিকে রওনা দিয়েছিলেন পাঁচ শতাধিক অধিকারকর্মী। তবে তাদের গাজায় যেতে দেয়নি দখলদার ইসরাইল। বৃহস্পতিবার (২ অক্টোবর) ইসরাইল জানিয়েছে যে, তারা গাজায় পৌঁছানোর চেষ্টা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জাহাজগুলির একটি ছাড়া বাকি সকল জাহাজকে থামিয়ে দিয়েছে। ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘হামাস-সুমুদ উস্কানিমূলক নৌকাগুলির কোনওটিই সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ বা বৈধ নৌ অবরোধ লঙ্ঘনের প্রচেষ্টায় সফল হয়নি।’ ‘এই উস্কানিমূলক জাহাজের একটি শেষ জাহাজও দূরে রয়ে গেছে। যদি এটি কাছে আসে, তাহলে একটি সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ এবং অবরোধ লঙ্ঘনের প্রচেষ্টাও প্রতিরোধ করা হবে,’ তারা বলেছে, ‘জাহাজের সব যাত্রী নিরাপদ এবং সুস্থ আছেন। তারা নিরাপদে ইসরাইলে...