আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের প্রথম দিন ভারত নিজেদের নামে লিখে নিল। ইন্ডিয়ান পেসার মোহাম্মদ সিরাজের নিজের দেশের মাটিতে ক্যারিয়ারের সেরা বোলিং (৪/৪০) ওয়েস্ট ইন্ডিজকে ১৬২ রানে গুটিয়ে দেয়। এরপর ব্যাট হাতে দায়িত্বশীল অর্ধশতক তুলে নিয়ে ইনিংসের ভিত গড়ে দেন কে এল রাহুল। দিনের শেষে ভারত মাত্র ৪১ রানে পিছিয়ে থেকে ১২১/২ এ অবস্থান করছে, ফলে স্বাগতিকদের দাপটই বেশি করে চোখে পড়ছে।সকালে সবুজাভ উইকেট আর আকাশে হালকা মেঘ, এমন পরিবেশে উইন্ডিজ ওপেনাররা বেশি দূর যেতে পারেননি। প্রথম ওভারেই সিরাজের শিকার হন তেগনারাইন চন্দরপল, আর জাসপ্রিত বুমরাহর সুইংয়ে সাজঘরে ফেরেন জন ক্যাম্পবেল। এরপর ব্র্যান্ডন কিং ও আলিক অথানাজেকে দ্রুত ফেরান সিরাজ, তৈরি হয় ধসের চিত্র।কিছুটা প্রতিরোধ গড়েছিলেন রোস্টন চেজ ও শাই হোপ, কিন্তু লাঞ্চের ঠিক আগে কুলদীপ যাদবের টার্নারে বোল্ড হয়ে...