০২ অক্টোবর ২০২৫, ০৭:৩৩ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৭:৩৩ পিএম ৫৩ বছরের অনন্য নিদর্শন হিসেবে একই মাঠে মসজিদ ও মন্দির। একপাশে আতরের সুঘ্রাণে নামাজ আদায় করছেন মুসল্লিরা ও অন্যপাশে ধূপকাঠিতে পূজা অর্চনা করছেন পূজারিরা। এ যেন প্রার্থনার সুরে মিলছে সম্প্রীতির বার্তা। এভাবেই দীর্ঘ ৫৩ বছর ধরে ধর্মীয় সম্প্রীতির শিক্ষা ছড়িয়ে যাচ্ছে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের আধুনা এলাকার শেনেরহাট বাজার জামে মসজিদ ও সার্বজনীন দুর্গা মন্দির। সরেজমিন দেখা গেছে, একই মাঠের ১০ ফুট দূরত্বে মসজিদ ও মন্দিরের অবস্থান। প্রতি বছরের ন্যায় এবারও জাঁকজমকপূর্ণভাবে ওই স্থানে দুর্গাপূজার আয়োজন করা হয়। এক্ষেত্রে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে বিরোধ তো দূরের কথা, স্থানীয় মুসলিম নর-নারীরা প্রতিবেশী হিন্দুদের পূজা উদযাপনে সহযোগিতা করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দুই সম্প্রদায়ের আলাদা ধর্মীয় উপাসনালয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের...