পূজা, আরাধনা, আরতি ও ভক্তদের ঢল থেকে আজ দেবী দুর্গা বিদায় নেবেন। মর্ত্যলোক ছেড়ে তিনি যাবেন কৈলাসে। অশ্রুসজল চোখে হিন্দু ধর্মাবলম্বীরা বিসর্জন দিচ্ছেন প্রতিমা। ভাঙবে পাঁচ দিনের মিলনমেলা। সকালে পূজামণ্ডপগুলোতে অনুষ্ঠিত হয় বিহিত পূজা। এরপর দর্পণ সবশেষে বিসর্জন। হিন্দুশাস্ত্র মতে, এদিন দেবী দুর্গা মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরে যাবেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ৯টা ৫৭...