আফ্রিকান আঞ্চলিক বাছাইপর্বে দুর্দান্ত জয় নিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল নামিবিয়া। এই নিয়ে চতুর্থবার বৈশ্বিক মঞ্চে যাচ্ছে তারা। বৃহস্পতিবার হারারেতে সেমিফাইনালে তানজানিয়াকে সহজেই হারিয়ে তারা প্রথম দল হিসেবে আফ্রিকা অঞ্চল থেকে মূলপর্বে উঠল। বাকি একটি টিকিটের জন্য লড়বে কেনিয়া ও জিম্বাবুয়ে। সরাসরি যোগ্যতা অর্জন করায় দক্ষিণ আফ্রিকাই হবে আফ্রিকার তৃতীয় প্রতিনিধি। এবার চতুর্থবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলবে নামিবিয়া। এর আগে তারা অংশ নিয়েছিল ২০২১ (সুপার টুয়েলভ), ২০২২ (গ্রুপ পর্ব) ও ২০২৪ (গ্রুপ পর্ব) আসরে। টস হেরে ব্যাট করতে নেমে প্রথমে বিপাকে পড়ে নামিবিয়া। পাওয়ারপ্লের মধ্যেই চার ব্যাটার ইয়ান ফ্রাইলিঙ্ক, মালান ক্রুগার, লরেন স্টিনক্যাম্প ও ইয়ান নিকোল লফটি-ইটন প্যাভিলিয়নে ফেরেন। তবে অধিনায়ক গেরহার্ড এরাসমাস ও অলরাউন্ডার জেজে স্মিট দলকে টেনে তোলেন। এরাসমাস ৪১ বলে ৫৫ রান (৬ চার) আর...