গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহরের প্রায় ৪০ টি নৌকাকে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনপন্থি এই ফ্লোটিল্লাকে থামিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। তবে এই ফ্লোটিল্লার একটি জাহাজ ‘মিকেনো’ ইসরায়েলের বাধা এড়িয়ে গাজার দিকে অগ্রসর হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে সেটি গাজা উপকূলের কাছে ফিলিস্তিনি ভূখন্ডের জলসীমায় ছিল। ইসলায়ের ২০০৯ সালে গাজার জলসীমায় নৌ অবরোধ আরোপের পর থেকে এই প্রথম এমন কোনও মানবিক ত্রাণ সহায়তা নৌবহর ভূখণ্ডটির ৭০ ন্যটিক্যাল মাইলের কাছাকাছি পৌঁছল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রণালয় ফ্লোটিল্লার শেষ একটি নৌকা দূরে থাকার খবর নিশ্চিত করে জানিয়েছে। তারা বলেছে, “নৌকাটি এগিয়ে এলে এবং সেটি গাজার যুদ্ধ এলাকায় প্রবেশ করতে চাইলে কিংবা অবরোধ ভাঙতে চাইলে তা ঠেকানো হবে।” গাজার দিকে যে সুমুদ ফ্লোটিল্লা যাত্রা করেছে...