দীর্ঘ নয় বছর পর আলিয়া মাদ্রাসার আলিম শ্রেণির আরবি প্রথম পত্রে পরিবর্তন ও পরিমার্জনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ লক্ষ্যে পাঁচ সদস্যের একটি সম্পাদনা ও সমন্বয় প্যানেল গঠন করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক ছালেহ আহমাদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে উল্লেখ করা হয়, ‘আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তেসালিয়াহ’ শীর্ষক পাঠ্যপুস্তকটি সর্বশেষ ২০১৬ সালে পরিমার্জন করা হয়েছিল। দীর্ঘ সময় ধরে বইটি হালনাগাদ না হওয়ায় এর অনেক তথ্য অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। পাশাপাশি জুলাই বিপ্লবের মাধ্যমে ৫ আগস্টের পট পরিবর্তনের পর সৃষ্ট জাতীয় আকাঙ্ক্ষা, মূল্যবোধ ও লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যবইটি নতুনভাবে সাজানো প্রয়োজন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রেক্ষাপটে গঠিত সম্পাদনা ও সমন্বয় প্যানেলের সদস্যরা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের...