ইসরায়েলি অবরোধ ভাঙতে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ভূমধ্যসাগরে বাধার মুখে পড়েছে। এ অভিযানে অংশ নেওয়া অন্তত ২০টি নৌযান ইসরায়েল আটক করেছে এবং গ্রেটা থুনবার্গসহ ২২৩ জন আন্তর্জাতিক কর্মীকে গ্রেপ্তার করেছে। আটক ব্যক্তিদের ইউরোপে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে তেল আবিব। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, আটক যাত্রীরা নিরাপদে আছেন এবং তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ সময় থুনবার্গসহ আটক কর্মীদের ছবি প্রকাশ করা হয়। ফ্লোটিলার সংগঠকরা জানান, বুধবার রাত থেকে এ পর্যন্ত অন্তত ১৫টি নৌযানে ইসরায়েলি বাহিনী আক্রমণ করেছে। বর্তমানে আরও আটটি নৌযান হামলার মুখে থাকতে পারে। তবে এখনও ২৪টি নৌযান গাজার উদ্দেশে যাত্রা অব্যাহত রেখেছে। তুরস্কের এক কর্মী জানান, তাদের নৌযান গাজা উপকূল থেকে মাত্র ৩০ নটিক্যাল...