একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচ ইসলামী ব্যাংক-সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন এবং এক্সিম ব্যাংকের শেয়ারদর নতুন করে বেড়েছে। গত চার কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে এসব ব্যাংকের শেয়ারের দর বেড়েছে সর্বনিম্ন ৩৬ থেকে সর্বোচ্চ ৪৭ শতাংশ পর্যন্ত। অন্তর্বর্তী সরকারের ‘ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স ২০২৫’ জারি হওয়ার পর এসব ব্যাংক একীভূত করার বিশেষ বিধান কার্যকর করেছে কেন্দ্রীয় ব্যাংক। বিতর্কিত ব্যবসায়ী এস আলম এবং নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে একীভূত ব্যাংকের মালিকানা সরকারের হাতে যাবে। এর জন্য সরকার ইতিমধ্যে ২০ হাজার কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে। এই অধ্যাদেশ অনুযায়ী, আমানতকারীদের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য হলেও শেয়ারহোল্ডারদের জন্য কিছুই রাখা হয়নি। বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যায় বলা হয়, নামে-বেনামে ঋণের নামে অর্থ লুটপাটের দায় শেয়ারহোল্ডারদের ওপরই বর্তায়। একইসঙ্গে খেলাপি ঋণের বিপরীতে পর্যাপ্ত সম্পদ...