শান্তিপূর্ণ উপায়ে অবরোধ ভাঙার উদ্দেশে গাজার উদ্দেশে যাত্রা করা মানবিক সহায়তা বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে হামলা চালিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। তারা বহর থেকে অন্তত ২২৩জন কর্মীকে আটক করেছে। এ ঘটনায় বিশ্বজুড়ে বইছে ক্ষোভ, নিন্দা জানিয়েছেন নেতারা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ফ্লোটিলার ৪০টি নৌযান আটকানোর ঘটনায় ইসরায়েলের আগ্রাসনকে নিন্দা জানিয়ে বলেছেন, ইসরায়েলি সরকার যে শান্তির কোনো আশা বাড়তে দিতে চায় না তা আবারও প্রমাণ করল। আঙ্কারায় ক্ষমতাসীন একেপি দলের কর্মকর্তাদের উদ্দেশে বক্তৃতায় এরদোয়ান বলেন, ফ্লোটিলায় থাকা তুর্কি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তুরস্ক সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। আন্তর্জাতিক সমুদ্রসীমায় কর্মীদের আটকের ঘটনায় নিন্দা জানিয়ে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা আটকদের ‘অবিলম্বে মুক্তি’ দাবি করেছেন। আটককৃতদের মধ্যে ছিলেন নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডলা ম্যান্ডেলা। তিনিও ইসরায়েলের অবরোধকে চ্যালেঞ্জ জানাতে গাজা ফ্লোটিলায় যোগ দিয়েছিলেন। গ্লোবাল...