ঢাকা থেকে আসা তেলবাহী ট্রাকের চালক আলমগীর ভূঁইয়া বলেন, “আমাদের কপাল খারাপ। না হলে মাসের পর মাস এই দশা কেন হবে? এখানে আসলেই আমাদের ঝামেলা।” চান্দুরা-রামপুরা এলাকায় মহাসড়কের কাজী মিজানুর রহমান বলেন, “সকাল থেকেই সড়কে যানজট। অনেক যাত্রী ও চালককে শুকনো খাবার ও পানি দিয়েছি।” সরাইল থানার পুলিশ ও খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে। এর আগে সেনাবাহিনীর কয়েকজন সদস্যও কাজ করছিলেন। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, “গতকাল ভোর রাতে বৃষ্টির ফলে গর্তে পানি জমে এই যানজট হয়েছে। আমরা সাধ্যমতো চেষ্টা করছি। কয়েকদিন আগে ইট দিয়ে গর্ত...