ইরাকের নাজাফে ১৯৬৭ সালে জন্ম নেওয়া ফালিহা হাসান সাম্প্রতিক বিশ্বসাহিত্যে এক উজ্জ্বল নাম। তিনি কবি, শিক্ষক, সম্পাদক, নাট্যকার ও লেখক। বহুমাত্রিক সৃজনশীলতার মাধ্যমে নিজেকে বিস্তার করেছেন। ইরাকের প্রথম নারী কবি হিসেবে শিশুদের জন্য কবিতা লিখেছেন তিনি। আরবি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রিধারী ফালিহা এখন পর্যন্ত ২৭টি গ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর কবিতা অনূদিত হয়েছে ইংরেজি, ফরাসি, ইতালীয়, জার্মান, কুর্দি, স্প্যানিশ, কোরিয়ান, গ্রিক, চীনা, নেপালি, মেসিডোনিয়ানসহ আরও বহু ভাষায়। ভাষার সীমানা পেরিয়ে তাঁর কাব্যভাষা পৌঁছে গেছে ভিন্ন সংস্কৃতি ও পাঠকের কাছে। বিশ্বব্যাপী তিনি পেয়েছেন একাধিক সম্মাননা। ২০১৮ সালে পুলিৎজার পুরস্কারের মনোনয়ন, ২০১৯ সালে পুশকারেট পুরস্কারের মনোনয়ন, ২০২০ সালে Women of Excellence Inspiration Award (SJ Magazine), ২০২১ সালে Grand Jury Award (Sahitto International Award for Literature), ২০২৩ সালে Women in the Arts Award এবং একই...