গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দিয়ে নেতৃত্ব দিচ্ছিলেন সাবেক পাকিস্তানি সিনেটর ও জামায়াত-ই-ইসলামির নেতা মুশতাক আহমদ খান। বুধবার (১ অক্টোবর) ইসরাইলি সেনারা বহরটিকে থামিয়ে জাহাজে ওঠার পর তাকে আটক করেছে বলে জানিয়েছে পাকিস্তান–ফিলিস্তিন ফোরাম। সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, সাবেক সিনেটরসহ ৪৪ দেশের শতাধিক স্বেচ্ছাসেবীকে ইসরাইলি বাহিনী গ্রেফতার করেছে। অবিলম্বে তাদের মুক্তির দাবিতে সবার ঘর থেকে রাস্তায় নামার আহ্বান জানানো হয়েছে। জানা গেছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ছিল ৪০টিরও বেশি বেসামরিক নৌযান, যাতে প্রায় ৫০০ সংসদ সদস্য, আইনজীবী ও মানবাধিকার কর্মী অংশ নেন। সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গও ছিলেন অংশগ্রহণকারীদের মধ্যে। বহরটি ওষুধ ও খাদ্যসামগ্রী নিয়ে গাজার উদ্দেশ্যে যাত্রা করেছিল। বুধবার সন্ধ্যায় মিশরের উত্তরের আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করলে ইসরাইলি কর্তৃপক্ষ...